শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন মৎস্য, লবণ, নাপ্পি খাতে বিশেষ অবদানকৃত চৌফলদন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাগরমনি উচ্চ বিদ্যালয়ের মাঠকে মিনি স্টেডিয়ানে রূপান্তরিত করা হবে। জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিনি স্টেডিয়াম হয়ে আসছে। তথ্য প্রযুক্তি নির্ভর দেশে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে মাদক, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন সমাজ এলাকা গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। এ ভবিষ্যতকে কাজে লাগিয়ে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত রাখতে হবে। ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় চৌফলদন্ডী সাগরমনি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থী সংসদ (প্রাশিস) কর্তৃক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউক এর চেয়ারম্যান লেঃ কঃ (অবঃ) ফোরকান আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন। তিনি অত্র বিদ্যালয়ের যে কোন দুঃসময়ে সর্বাত্মক সহযোগিতা ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের আশ^াস দেন। সংগঠনটির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ওমরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী বিশিষ্ট কবি এড. মনজুরুল ইসলাম, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফোরকান মাহমুদ, সার্জেন্ট রূপন কান্তি দে ও আবদুর রহমান। অনুষ্ঠান উদ্ভোধন করেন পশ্চিম চৌফলদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরিমল কান্তি দত্ত। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান আবির, নাছির উদ্দীন, রাশেদুল ইসলাম রাসেল এমইউপি, জিয়াউর রহমান প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির প্রাক্তন সভাপতি দেলোয়ার কামাল শান্ত। উক্ত অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রাক্তন শিক্ষক পরিমল কান্তি দত্তকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সদস্য জসিম হোছাইন জয়ের সঞ্চালনায় শিক্ষার্থীদের প্রকাশনা “উচ্ছ্বাস” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। উক্ত প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি মুখরিত করে তোলে শৈশবের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র-র মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।