বার্তা পরিবেশক
বাংলাদেশ আওয়ামীলীগ, ককসবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আগামী দিনের ভবিষ্যত নাজনীন সরওয়ার কাবেরীর সাথে ৪ সেম্পেম্বর সন্ধ্যা ৭টায় রামু উপজেলার জোয়ারিয়ানালাস্হ বাড়ীতে ঈদগাঁওর তরুন প্রজন্মের সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টাস সোসাইটির নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত। তিনি বলেন,ঘূর্নে ধরা সমাজকে পরিবর্তন করার মনমানসিকতা থাকতে হবে। আগামীতে এলাকা ও সমাজের উন্নয়নে নেতৃত্বের পরির্বতন ঘটাতে হবে। তিনি নির্যাতিত, অসহায় পরিবার,সমাজ ও মানবের কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় সাথে ছিলেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর(দেশ বিদেশ, কক্স ভিউ ডটকম), সহ সভাপতি এম শফিউল আলম আজাদ( দৈনিন্দিন), সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের ককসবাজার), যুগ্ন সম্পাদক এইচ এম রুস্তম আলী (রুপালী সৈকত), সদস্য রফিক উদ্দিন লিটন ( হিমছড়ি), এম ছরুয়ার শিফা ( রুপসী গ্রাম), মিজবাহ উদ্দিন (ককসবাজার ৭১), নেজাম উদ্দিন (কক্স বার্তা ডটকম) এবং রামুর সংবাদকর্মী আবদুল মালেক সিকদার। সাক্ষাত শেষে ভোজন পরিবেশন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।