৮ ই সেপ্টেম্বর অান্তর্জাতিক সাক্ষরতা দিবসকে সামনে রেখে পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় অার কলেজ পড়ুয়া ছাত্রদের উদ্যোগে শুরু হয়েছে ২ দিন ব্যাপী সাক্ষরতা অভিযান।
অাজ ( মঙ্গলবার) স্থানীয় বাজার মাঠে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রথম দিনের কর্মকান্ড পরিচালিত হয়। পরিচালনা কমিঠির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি.এ অনার্সের ছাত্র মনসুর অাবেদীন জানান, প্রথম দিন প্রায় ১৫০ জনকে অতি যত্নসহকারে অার কৌশলে স্বাক্ষরতা শেখানো হয়েছে। তিনি অারো বলেন,বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাক্ষরতার হারকে অারো বৃদ্ধি করার জন্য স্থানীয় পর্যায় থেকে সবাইকে এইভাবে এগিয়ে অাসতে হবে। তাদের এ ধরনের উদ্যাগে সাড়া দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকাবাসীর সাপোর্ট অামাদেরকে সমাজ অার রাষ্ট্রীয় উন্নয়নে সৃজনশীল কর্মকান্ডের প্রতি দায়িত্ব পালনে প্রেরণা যুগিয়েছে।
অভিযান কমিঠির সদস্য SUST এর ছাত্র জুনাইদ বলেন, এ প্রোগ্রামের মাধ্যমে অামার এলাকার মানুষ বুঝতে অার বিশ্বাস করতে পেরেছে সাক্ষরতায় নিরক্ষরতা থেকে মুক্তি লাভের প্রথম ধাপ।
সিটি কলেজের ছাত্র অাবু অালম বলেন, এ ধরনের উদ্যোগে এলাকায় সবাই অামাদের উৎসাহিত করেছেন এ ধারাবাহিকতা অামরা চালিয়ে যেতে চাই।
কমিটির সদস্য সিটি কলেজের ছাত্র শাহরিয়া বলেন
এলাকাকে একটি অাধুনিক এলাকা হিসেবে গড়ে তোলা অামাদের প্রাথমিক উদ্যোগ।
এছাড়া পরিচালনার কমিটির অন্যতম সদস্য সিটি কলেজ ছাত্র মামুন অার চবি ছাত্র শাহেদুল ইসলাম জানান, এলাকার এ মহতী উদ্যোগে সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
উক্ত অভিযানটি সফলভাবে পরিচালনার জন্যে সার্বিক সহযোগিতায় ও সঠিক দিক-নির্দেশনায়য় আছেন চবির প্রাক্তন ছাত্র এরফান হোছাইন ও ঢাবির প্রাক্তন ছাত্র কামাল হোছাইন।
অাগামী কালকের সমাপনী অভিযানে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।