মোহাম্মদ হোসেন,হাটহাজারী,
চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের নুর মসজিদ সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। সোমবার(৪ সেপ্টেম্বর) দুপুরের দেড়টার দিকে প্রাইভেট কার সিএনজি অটো-রিকসা মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,দেড়টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের পৌর সদরের নুর মসজিদ এলাকায় হাটহাজারীমুখী একটি প্রাইাভেট কার এর মুখোমুখী সিএনজি অটো-রিকসার সংঘর্ষ হলে ৪ যাত্রীসহ জাকির হোসেন(৪০) নামে সিএনজি চালক আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুত্বর আহত অবস্থায় সিএনজি চালক কে হাটহাজারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাটহাজারী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, গুরুত্বর আহত জাকির হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসার পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।##