জালাল আহমদ, পেকুয়া থেকে:
পেকুয়া উপজেলার শিল খালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়ায় কিছু শিক্ষিত ছেলেদের উদ্যোগে নানা আয়োজনে ঈদুল আযহার ঈদ আনন্দ অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, দেশত্ববোধক গান,ইসলামী গান, হামদ,নাত,লটারি, শিল খালী পেঠান মাতবর পাড়া বনাম মেহেরনামা ফুটবল প্রীতি ম্যাচ,কৌতুক ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়।বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া আনোয়ারুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার রুহুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা মামুনুর রশিদ, চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের কর্মকর্তা মুফিজ উদ্দিন।অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।