জালাল আহমদ,পেকুয়া থেকে:
মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার চকরিয়া -পেকুয়া সড়কের সাবেকগুলদি ব্রিজের উপর বিশাল মানববন্ধন করেছে পেকুয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সরকারীঘোনার এলাকাবাসী।শত শত ছাত্ররা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তা দু পাশে জড়ো হন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী ইয়াসীন। তিনি বলেন,সমগ্র মুসলিম জাতি এক অভিন্ন সত্ত্বা।এক মুসলমান ভাইয়ের বিপদে আরেক মুসলমান ভাই কে এগিয়ে আসতে হবে। আজ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের আক্রমণের শিকার হচ্ছে। তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। বিশ্বের মানবাধিকার সংগঠন গুলো নীরব ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশী মুসলমানরা আজ নীরব থাকতে পারে না। মুসলমান হিসেবে আজ আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরো বলেন মুসলমানেরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। তাই মিয়ানমারের রোহিঙ্গারা সে দেশের সরকারের অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না।এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ,শিল খালীর নুরুন্নবী সওদাগর, স্থানীয় মো: আরাফাত,মোস্তাফা, দেলোয়ার, সাইফুল প্রমুখ।