হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করার দায়ে ৬ জন দালালকে ভ্রাম্যমান আদালত ৬ মাস করে সাজা দিয়েছে। ৩ সেপ্টেম্বর রবিবার টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক এবং টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা পৃথকভাবে দন্ডাদেশ প্রদান করেন। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা ৩ সেপ্টেম্বর রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত ৬ জন হলেন সেন্টমার্টিনদ্বীপ পুর্বপাড়া কালা মিয়ার পুত্র মোঃ হোসেন (৫১), শামসুল ইসলামের পুত্র মোঃ হারুন (৩২) এবং দক্ষিণপাড়া মোঃ হাশেমের পুত্র রফিক আহমদ (৩৫), হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের মাস্টার হাফেজ আহমদের পুত্র শাহীন উদ্দিন (২৬), নবী হোছনের পুত্র আবদুল্লাহ (২৪), আমির হামজার পুত্র আবুল হোছন (২১)।
উল্লেখ্য, এর আগে আরও ২৬ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল।