ত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দুর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ। নির্বাপিত হোক সকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী। সাংবাদিক ও পত্রিকার সম্পাদক সহ সকল শ্রেণী পেশার শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি অবারিত শুভেচ্ছা। সবার উপর শান্তি বর্ষিত হোক

শুভেচ্ছান্তে

কায়সার হামিদ মানিক

সাংবাদিক , অনলাইন কক্সবাজার নিউজ.কম দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক পূর্বকোণ,

দৈনিক রুপালী সৈকত উখিয়া,প্রতিনিধি উখিয়া,কক্সবাজার