আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার সময় বাইশারী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোঃ আবুল কালাম, বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছব্বির আহামদ, ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: ইউনুচ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বান্টু, ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, ইউনিয়ন যুবদল নেতা জাফর আলমসহ প্রমুখ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ নুর কারবারী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হোছন, বিএনপির নেতা আব্দুর রহমান, নুর আহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: ইউনুচ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল মন্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বান্টু, ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, ইউনিয়ন যুবদল নেতা জাফর আলম । এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ছৈয়দ নুর কারবারী বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী দল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ভূমিকা থাকবে অপরিসীম, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনেই অগ্রনী ভূমিকা পালন করবে। তিনি উপস্থিত সকলকে আগামী সংসদ নির্বাচনে দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে দলের হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভাশেষে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে বাইশারীতে বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।