নিজস্ব প্রতিবেদক :
পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে কেক কাটা নিয়ে দু’গ্রুপের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও বিএনপি অফিস ভাংচুর করা হয়।
শুক্রবার (১সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পেকুয়া বাজারস্থ উপজেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। এসময় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দলের সিনিয়র নেতাকর্মী সহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাহাতির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে আতংক ছড়িয়ে পড়ে পেকুয়া বাজারে। ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকা প্রায় দুই হাজার মানুষ ভয়ে দ্রুত বাজার ত্যাগ করে। ব্যবসায়ীরা বন্ধ করে দেয় তাদের প্রতিষ্ঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পেকুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার সময় পেকুয়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সিটকে পড়লে উপস্থিত নেতাকর্মীরা ক্ষিপ্ত হন।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল অবশ্য এমন কোন ঘটনা ঘটেনি বলে দাবী করে সামান্য কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানান।
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কেক কাটার সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির কথা স্বীকার করে বলেন, দলীয় মতানৈক্যের কারণে ঘটনাটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈদের পরে বৈঠকের মাধ্যমে জড়িতদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।