হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গ্রামের পুর্বে নাফ নদীর বেড়ি বাঁধের সন্নিকট থেকে ১৮ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুর লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
১ সেপ্টেম্বর দুপুরে এসব লাশ উদ্ধার করা হয়। তম্মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৩ জন শিশু। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা উক্ত তথ্য নিশ্চিত করে জানান তাঁর এবং হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশ গুলো উদ্ধার করে মৌলভীবাজার নিয়ে যথাযথ মর্যদায় দাফন করা হয়েছে। তিনি আরও জানান উদ্ধারকৃত লাশগুলো কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।