জসিম উদ্দিন টিপু, টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফে হাইওয়ে পুলিশ কর্তৃক আশা’র এক কর্মকর্তাকে কিল-ঘুষি ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। জানা যায়, জুমাবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশা হ্নীলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ কুমার শীল ঈদের ছুটিতে মোটর সাইকেল যোগে খুরুস্কুলস্থ গ্রামের বাড়ীতে যাওয়ার পথে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের কনষ্টেবল শিহাব সিগন্যাল দিয়ে পিছনে উঠে দ্রুত হোয়াইক্যং বাজারের দিকে যেতে বলেন। কিছু দূর যেতে না যেতেই পুলিশ কনষ্টেবল শিহাব গাড়ী থেকে নেমে আশা’র এই কর্মকর্তাকে অহেতুক লাথি, কিল-ঘুষি ও পিটিয়ে আহত করেছেন। বর্তমানে আহত আশার ব্রাঞ্চ ম্যানেজারকে উখিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত প্রদীপ কুমার শীল জানান, আমার অবস্থা খুবই খারাপ। বিনা কারণে ছুটিতে বাড়ীতে যাওয়ার পথে পুলিশ কনষ্টেবল শিহাব আমাকে পিটিয়েছেন। বর্তমানে উখিয়া হাসপাতালে ভর্তি আছি। বিষয়টি আমি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এএসআই খোরশেদ আলম ঘটনাটি সত্য স্বীকার করে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এদিকে কক্সবাজার হাইওয়ে পুলিশে ইনচার্জ মো: মুজাহিদুল ইসলাম জানান, বিষয়টি আসলে খুবই দু:খজনক। তিনি ঘটনায় জড়িত কনষ্টবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।