নিজস্ব প্রতিবেদক:
‘গণতন্ত্রের পতাকা শোভিত, ধানশীষ মাখা হাসি বাংলাদেশী জাতীয়তাবাদ আজও ভালোবাসি। শপথ নিয়েছি ঐক্যবদ্ধ দেশ-জাতি-জনগণ, শহীদ জিয়ার আদর্শ বুকে লড়ে যাবো আজীবন।’
এই শ্লেগানে কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দীন, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি মউসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ কাইয়ুম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, আইন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুল আলম, জেলা ছাত্রদলের সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মিজান উদ্দীন, সিটি কলেজ ছাত্রদল নেতা আল আসিফ, প্রবীন বিএনপি নেতা আমির উদ্দীন প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।