সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ ও সঞ্জীব চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত দশটার পর কাজী সিরাজ রাজধানীর ফরাজী হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই দিন সন্ধ্যা সাতটায় গেন্ডারিয়ায় মারা যান ডেইলি নিউ নেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক সঞ্জীব চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান দুই জনের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।
তিনি জানান, আসগর আলী হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চৌধুরী মারা যান। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
সঞ্জীব চৌধুরী সর্বশেষ নিউ নেশনে কর্মরত ছিলেন। এর আগে আমার দেশ-এর নিউজ এডিটর ছিলেন এই সাংবাদিক।
প্রয়াত কাজী সিরাজ ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক। সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।