প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি সৌদিআরব শাখার এক জরুরী সভায় দলে কোন্দল সৃষ্টি করা,সিনিয়র নেতৃবৃন্দের সাথে অসৌজন্য আচরন,কক্সবাজার জেলা বিএনপির সন্মানিত সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না কতৃক অনুমোদিত প্রবাসী শাখার সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানু,কমিটির মেয়াদ ১৩ মাস মেয়াদ থাকা সত্বেও,অনলাইন পত্রিকায় কমিটি ভেংগে দেয়ার অনৈতিক প্রোপাগান্ডা চালাতে উদ্ভোদ্ধ করা,কার্য নির্বাহী কমিটির বৈঠকে দলীয় সাধারন সম্পাদক আব্দু শুক্কুর সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ ,শারীরিকভাবে আক্রমণ করা এবং অশালীন আচরন ও দলীয় শৃংখলা ভংগের কারনে তাদের কারন দর্শানোর নোটিশ প্রদান করতে গেলে,তা দম্ভের সাথে ছিড়ে ফেলে প্রবাসী শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ হেলালীর মুখের উপর ছুড়ে মারার অপরাধে, দলীয় শৃংখলা ভংগের শাস্তি কার্যকরের প্রস্তাব পাশ হয়।
অত্র সর্বসন্মত প্রস্তাব গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় শৃংখলা ভংগের দায়ে,গঠনতন্ত্রের ১৫(গ) ধারা মোতাবেক কক্সবাজার জেলা বিএনপি সৌদিআরব শাখার সহ সভাপতি ও প্রবাসী মহেশখালী উপজেলা বিএনপি সৌদিআরব শাখার সভাপতির পদ থেকে জনাব কামাল হোছাইন,একই অপরাধে প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সৌদিআরব শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্রাট ও প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সৌদিআরব শাখার আইন বিষয়ক সম্পাদক ও প্রবাসী মহেশখালী বিএনপি সৌদিআরব শাখার সাধারন সম্পাদক জনাব এইচ এম ওসমান কে প্রবাসী কক্সবাজারে জেলা বিএনপি সৌদিআরব শাখা ও প্রবাসী মহেশখালী উপজেলা বিএনপি এবং বিএনপি সৌদিআরব শাখার সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল।
অত্র প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে উভয় শাখার পদ পদবী ব্যবহার করে,উক্ত ব্যাক্তিদ্বয়ের কোন ধরনের বিজ্ঞপ্তি, ব্যানার,পোষ্টার,প্রেস রিলিজ,প্রবাসী ইউনিয়ন কমিটির অনুমোদন,তাদের কাছে রক্ষিত দলীয় সীলমোহর যুক্ত কাগজপত্র বৈধ বলে গণ্য হবেনা। প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি সৌদিআরব শাখার সভাপতি এম,জহির আহমেদ ও সাধারন সম্পাদক মোঃ আবদু শুক্কুরের নির্দেশক্রমে অত্র কমিটির দপ্তর থেকে এই প্রেস বিজ্ঞপ্তি জারী করা হল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।