প্রেস বিজ্ঞপ্তি :
রামু উপজেলা ছাত্রলীগের সদ্য প্রয়াত সভাপতি হোসাইন মাহমুদ রিফাতের আত্মার মাগফেরাত কামনায়- গর্জনিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ইউনিয়নের আমির আলি চৌধুরী জামে মসজিদে প্রয়াত তাজুল ইসলাম চৌধুরী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা এই আয়োজন করেন। দোয়া মহফিল পরিচালনা করেন গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলনা নবিউল আলম।
এতে অংশ নেন, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সোহরাব কামাল জাবেদ, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলি বেলাল উদ্দিন সাহেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মিঠুন চন্দ্র নাথ, অনীক বড়–য়া, আবদুল্লাহ আল নোমান, হাফিজুল ইসলাম চৌধুরী, মোরশেদ আলম, রিয়াদ নূর, তপু বড়–য়া, জিয়াউল হক জিয়া, সোয়েব, তাসমির চৌধুরী, সাহিদ সরওয়ার, গর্জনিয়ার ছাত্রলীগ নেতা ইনজামাম উল হক চৌধুরী, ফরহাদুল ইসলাম সিকদার, সাইফুল ইসলাম প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।