মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবার নিঃস্ব হয়ে গেছে। বুধবার(৩০ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়,রহিমপুর গ্রামের আব্দুল খালেক এর বসতঘর থেকে আগুনের সুত্রপাত হলে তা মুহুত্বের মধ্যে পাশের ঘরে ছড়িয়ে পড়ে একে একে আরো ১টি ঘরসহ ২টি ঘরের ৪ রুম সেমি পাকা সব কিছু জ্বলে যায়। আরো ২টি বসত ঘরে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাতে সবাই ঘুমে থাকায় কোনো রকমে সবাই জীবন বাচাঁতে পারলেও রক্ষা করতে পারেনি বসত ঘরের কোনো মালামাল। ক্ষতিগ্রস্তদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঝাপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুনের লেলিহা বাড়তে থাকায় এলাকার লোকজন হাটহাজারী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকের হোসেন জানান,আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল পৌঁেছ আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তিনি বলেন,অগ্নিকান্ডে টিনসেট ২টি সেমি পাকা ঘরের ৪টি রুম সম্পুর্ণ জ্বলে যায়।
অগ্নিকান্ডে ২ পরিবারের নগদ টাকা,স্বণংকার,কাগজপত্রসহ ঘরের সম্পুর্ণ মালামাল ছাই হয়ে যায়। এতে ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী অগ্নিকান্ড পরিবার গুলোকে দেখতে যান।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার নেছা শিউলী অগ্নিকান্ড পরিবার গুলো দেখতে যাবেন বলে জানান। সরকারী নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতা করবেন বলে জানান।##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।