দেশের নবম শিক্ষা বোর্ড হলো ময়মনসিংহ। সোমবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই গেজেট প্রকাশ করেছে। বুধবার (৩০ আগস্ট) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ময়মনসিংহকে আলাদা শিক্ষা বোর্ড করা হয়েছে। এরই মধ্যে সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের ফলে দেশের নবম শিক্ষা বোর্ড হলো ময়মনসিংহ। আগের আটটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডকে ভেঙে নতুন এই শিক্ষা বোর্ড করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর— এই চারটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও উন্নয়নের নতুন এই শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে।