রামুর চেইন্দা দক্ষিণ মিঠাছড়িতে অবস্থিত হোপ হাসপাতালের অব্যবহারযোগ্য কিছু মেডিকেল যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি বিক্রয় করা হবে। আগ্রহী ক্রেতাগণ আগামী ০৬/০৯/২০১৭ তারিখ সরেজমিনে মালামাল দেখতে পারেন এবং একইদিন সর্বোাচ্চ দরদাতাকে মালামল বিক্রয় করা করা হবে। আগ্রহী ব্যক্তি ০৬/০৯/২০১৭ তারিখ নি¤œ ঠিকনায় যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ
কো-অর্ডিনেটর, হোপ ফাউন্ডেশন, চেইন্দা, দক্ষিণ মিঠাছড়ি রামু, কক্সবাজার।