চীফ রিপোর্টার, সিবিএন:
কক্সবাজার সদরের লিংকরোড থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। এসময় একটি ট্রাকও (রেজিঃ নং-চট্টমেট্রো-ট-১১-১২২০ ) জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন উখিয়া থিমছড়ি এলাকা মৃত নূরুল আলমের পুত্র মো. রশিদুল আলম (৪৫) ও হলদিয়া পালং এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. রশিদ আহামদ (৪৪)।
র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, ২৯ আগষ্ট দিবাগত রাত ১০ টার দিকে ইয়াবাবাহী একটি ট্রাক টেকনাফ থেকে কক্সবাজার আসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে লিংকরোড র‌্যাবের তল্লাশী পোস্টে ওই গাড়িটি তল্লাশী করা হয়। গাড়ি তল্লাশি করে ২৪ হাজার ইয়াবা উদ্বার করা হয়। এসময় ইয়াবা বহনের দায়ে দু’জনকে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মেজর মো. রুহুল আমিন|