সোয়েব সাঈদ, রামু
রামুতে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক ওবাইদুল হক (৩৮) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ আগষ্ট) ভোরে জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী লম্বা বন্দুক সহ ওবাইদুল হককে আটক করে।

এসআই একরামুল হক জানান, ওই রাতে ওবাইদুল হক তার কয়েকজন সহযোগিসহ পশ্চিম নোনাছড়ি ব্রিজ এলাকায় সশস্ত্র অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওবাইদুল হককে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।