খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজারের রামু হাইওয়ে থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলামের নির্দেশে সার্জেন্ট শাহাদাত হোসেনের নেতৃত্বে তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিচ ইয়াবাসহ মোহাম্মদ সাইফুল ইসলাম(১৯) ও মোক্তার মিয়া (২০) কে আটক করে। তাদের বাড়ি পূর্ব ধেছুয়াপালং ও পূর্ব মরিচ্যা এলাকার তারা ফরিদ আলম ও নাজির আহমদের ছেলে। এদিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে