মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দফাদার নুরুল হুদা আর নেই। আজ সকাল সাড়ে ১১ টায় তিনি বাংলা বাজার মৌলভী পাড়ার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে তার সহকর্মী সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। একই দিন বিকালে স্থানীয়ভাবে তার জানাযা ও দাফন অনুষ্ঠিত। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সভাপতি ও ঈদগাঁও ইউনিয়নের দফাদার নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক চৌফলদন্ডী ইউনিয়ন চৌকিদার মোহাম্মদ এরশাদ, জেলা শাখার উপদেষ্টা প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, কক্সবাজার সদর উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক মো. রেজাউল করিম ও সদর শাখার নির্বাহী সভাপতি নেপাল দে। শোক বার্তায় নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে মর্মে উল্লেখ করেন।