সংবাদদাতা:
জমিয়তে তাহফিজুল ক্বুর’আন বাংলাদেশের উদ্যোগে দারুল ক্বুর’আন কমপ্লেক্স কক্সবাজারে আয়োজিত তিন দিন ব্যাপী হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্স ২৮ আগস্ট শেষ হয়েছে।
সমাপনী দিবসের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কক্সবাজারের শীর্ষস্থানীয় আলেম উলাম ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশজন প্রশিক্ষত হিফয শিক্ষককে প্রশিক্ষণ শেষে প্রত্যয়ন পত্র দেয়া হয়।
অনুষ্ঠানে তাদের নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে জমিয়তের উপদেষ্ঠা পরিষদের সভাপতি, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের তাজভীদ ও ক্বিরাত বিভাগীয় প্রধান, তানজীমুল ক্বুররা বাংলাদেশের মহাসচিব, দারুল ক্বুর’আন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও এই কোর্সের প্রধান প্রশিক্ষক আলহাজ্ব মাওলানা ক্বারী জহীরুল হক্ব এবং বরেণ্য শিক্ষাবিদ, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন প্রথিতযশা শিক্ষা ব্যক্তিত্ব শহীদ তিতুমীর স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, তাজবিদুল ক্বুর’আন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ফরিদুল আলম, লাইট হাউস মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, দারুল হিক্বমাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা নুরুল আলম আল মামুন।
উপস্থিত ছিলেন ক্বারী সাইফুল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা আলী হায়দার, ক্বারী মাওলানা শফিউল্লাহ, ক্বারী মাওলানা আজীজুর রহমান, হাফেজ ক্বারী আলমগীর হোছাইন, হাফেজ মাওলানা ইমরানুল হক্ব শামীম, হাফেজ নুরু উস সাফা, হাফেজ সরওয়ার, হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদী।
এছাড়া প্রত্যয়নপত্র প্রাপ্ত বিশ জন হিফয শিক্ষক এবং দারুল ক্বুর’আন কমপ্লেক্সের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস ফরাজী।
সঞ্চালনা করেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফেজ রিদওয়ানুল কাবীর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।