হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ শেষে বিশেষ কমিটির বাছাই করার পর চুড়ান্ত প্রক্রিয়া রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলতে মোট ১৪১ জন অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ২৮ আগস্ট সোমবার নির্বাচন কমিশণের সার্ভারে ডাটা এন্ট্রি সম্পন্ন করার পর টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায় এবারের হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ৫ হাজার ৯৪৭টি। বিশেষ কমিটি কতৃক বাছাই করার পর বাতিল করা হয়েছে ৬৩৪টি। মোট গৃহীত ফরম সংখ্যা ৫ হাজার ৩১৩টি। তম্মধ্যে পুরুষ ২ হাজার ৯৭৮ জন এবং মহিলা ২ হাজার ১৯৫ জন। রেজিষ্ট্রেশন সেন্টারে অনুপস্থিত ১৪১ জন। মোট ৫ হাজার ১৭২ জন নতুন ভোটারের ছবি তোলার কাজ সম্পন্ন হয়েছে।
১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নে বিদ্যমান ভোটার সংখ্যা ২৮ হাজার ৩৪ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ১ হাজার ২০৪টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ১৭০টি, গৃহীত ফরম সংখ্যা ১ হাজার ১৯টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ৫৯১ জন, মহিলা ৩৯১ জন, মোট ৯৮২ জন, অনুপস্থিত ৩৭ জন।
২নং হ্নীলা ইউনিয়নে বিদ্যমান ভোটার সংখ্যা ২৫ হাজার ১৭২ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ১ হাজার ৩১টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ৫৮টি, গৃহীত ফরম সংখ্যা ৯৭৩টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ৫৪২ জন, মহিলা ৪২২ জন, মোট ৯৬৪ জন, অনুপস্থিত ৯ জন।
৩নং টেকনাফ সদর ইউনিয়নে বিদ্যমান ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৩১ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ৯৮৩টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ১৩১টি, গৃহীত ফরম সংখ্যা ৮৪৮টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ৪২৬ জন, মহিলা ৩৫১ জন, মোট ৭৭৭ জন, অনুপস্থিত ৭১ জন।
৪নং সাবরাং ইউনিয়নে বিদ্যমান ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৪১ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ১ হাজার ২১৫টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ৯০টি, গৃহীত ফরম সংখ্যা ১ হাজার ১১৪টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ৬৮৫ জন, মহিলা ৪২৬ জন, মোট ১ হাজার ১১১ জন, অনুপস্থিত ৩ জন।
৫নং বাহারছড়া ইউনিয়নে বিদ্যমান ভোটার সংখ্যা ১৮ হাজার ৭১ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ৭৩৮টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ৯০টি, গৃহীত ফরম সংখ্যা ৬৪৮টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ৩৮৫ জন, মহিলা ২৪৬ জন, মোট ৬৩০ জন, অনুপস্থিত ১৮ জন।
৬নং সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে বিদ্যমান ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ১৩৭টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ৫টি, গৃহীত ফরম সংখ্যা ১৩২টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ৭৪ জন, মহিলা ৫৫ জন, মোট ১২৯ জন, অনুপস্থিত ৩ জন। সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলার জন্য কেউ অনুপস্থিত ছিলেননা। প্রকৃতপক্ষে টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে হারিয়ে যাওয়ার কথা বলে পুরণকৃত ও বাছাইয়ে গৃহীত ৩টি ফরম দেয়নি।
টেকনাফ পৌরসভায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৩ হাজার ৩১৪ জন, হালনাগাদে পুরণকৃত ফরম সংখ্যা ৬৩৯টি, বিশেষ কমিটির বাছাইয়ে বাতিল হয়েছে ৯০টি, গৃহীত ফরম সংখ্যা ৫৭৯টি, রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন পুরুষ ২৭৫ জন, মহিলা ৩০৪ জন, মোট ৫৭৯ জন, অনুপস্থিত নেই।
উল্লেখ্য, ২৫ জুলাই সারাদেশে একযোগে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের কাজ ৯ আগস্ট শেষ হয়। ১৬ দিন সারাদেশে তথ্য সংগ্রহের কাজ চলে। টেকনাফ উপজেলা রোহিঙ্গা অধ্যুষিত বিধায় গঠিত বিশেষ কমিটির বাছাই কাজ শুরু হয় ১২ আগস্ট। ২০ আগস্ট থেকে চলে নিবন্ধন কাজ। এবারে উপজেলার ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা এলাকায় ভোটার তালিকা হালনাগাদে ৭২ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দিয়েছিল। ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের শেষ দিন ৯ আগস্ট সন্ধ্যা পর্যন্ত মোট ৫ হাজার ৯৪৭টি ফরম পুরণ করা হয়। নিবন্ধনের শতকরা হার ৪.১২%। পুরণকৃত ফরমের মধ্যে মোট পুরুষ ৩ হাজার ৪০৮ জন এবং মহিলা ২ হাজার ৫৩৯ জন। টেকনাফ রোহিঙ্গা অধ্যুষিত এলাকা বিধায় কঠোর কড়াকড়ির কারণে আনুষাঙ্গিক কাগজপত্রের জটিলতায় সরবরাহকৃত ফরমের মধ্যে ২০৯টি ফরম ফেরৎ দেয়া হয়।
রোহিঙ্গা অধ্যুষিত টেকনাফে ভোটার তালিকা হালনাগাদে অর্ন্তভুক্তির জন্য ১৫ প্রকারের কাগজপত্র ফরমের সাথে সংযুক্ত করতে হয়েছে। তা হচ্ছে পিতা-মাতার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতা মৃত হলে মুত্যু সনদের সত্যায়িত ফটোকপি। স্ত্রী-স্বামীর আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। স্ত্রী-স্বামী মৃত হলে মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি।জন্ম সনদের সত্যায়িত ফটোকপি। জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি। ইউটিলিটি বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, পানি ইত্যাদির (যদি থাকে) বিলের সত্যায়িত ফটোকপি। পৌর কর, ইউনিয়ন পরিষদের খাজনা, চৌকিদারের রসিদের সত্যায়িত ফটোকপি। বিদেশ ফেরৎ হলে বৈধ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি। বসবাসের ক্ষেত্রে নিজ, পিতা, দাদার নামে জমি মালিকানার দলিল-খতিয়ানের সত্যায়িত ফটোকপি। ওয়ারিশ সনদের সত্যায়িত ফটোকপি। নিকট আতœীয় ভাই, বোন, চাচা, ফুফুর আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। নিকট আতœীয় ভাই, বোন, চাচা, ফুফু জীবিত না থাকলে চেয়ারম্যান কতৃক প্রত্যয়নপত্র। সর্বশেষ ২টি শিক্ষা প্রতিষ্টানের সনদের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি। বয়স্ক আবেদনকারীর বাদ পড়ার কারণ উল্লেখ করতঃ চেয়ারম্যান কতৃক প্রত্যয়নপত্র।