সম্মানিত পৌরবাসী,

আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সৌহার্দ্য আর ত্যাগের বাণী নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আযহা। কোরবানীর মাধ্যমে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়-দায়িত্ব পালন করা একান্ত কর্তব্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সারাদেশে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই নিশ্চিতকরণ ও দ্রুত বর্জ্য অপসারণের উপর গুরুত্বারোপ করেছেন।

পবিত্রতা ও পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
সমাজের সবাই মিলে নির্ধারিত স্থানে কোরবানীর পশু যবেহ করা।
যেখানে সেখানে বর্জ্য না ফেলে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন।
পৌরসভার নির্ধারিত স্থানে কোরবানীর পশু যবেহের জন্য ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সামাজিকভাবে সিদ্ধান্ত নিন।
কোরবানীকৃত পশুর বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনে পৌর কর্তৃপক্ষকে সংবাদ দিন।
রাস্তা বা বাড়ির সামনে ফুটপাতে যত্রতত্র পশু যবেহ করা থেকে বিরত থাকুন।

সম্মানিত পৌরবাসী, আসুন উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন করি এবং নির্ধারিত স্থানে কোরবানী দিয়ে বর্জ্য অপসারণে পৌরসভাকে সহায়তা করি।

অনুরোধক্রমে

মো: মাহাবুবুর রহমান চৌধুরী

মেয়র (ভারপ্রাপ্ত)

কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।