মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণা কার্য অব্যাহত থাকলেও এক বৃহৎ অংশ এখনো ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করেননি। এ কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনী তফসীল ঘোষণা বিলম্বিত হচ্ছে। প্রায় ১৫ শতাধিক ভোটার নিবন্ধন ফরম বিক্রি হলেও জমা পড়েছে ৮ শতাধিক। নির্বাচন উপলক্ষে গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যতম সদস্য শওকত আলম শওকত এ তথ্য জানিয়ে বলেন, একবার ব্যান্ডদলসহ ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে ৫ বার মাইকিং করা হয়েছে। ঈদুল ফিতরের আগে থেকে শুরু হওয়া ভোটার নিবন্ধন কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ১৫শ ব্যবসায়ী ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে জমা দিয়েছেন ৮৮০ জন। ভোটার নিবন্ধন পত্র সংগ্রহ করেননি বাজারে এ ধরণের ব্যবসায়ী রয়েছেন প্রায় ৩ শতাধিক। অসচেতনতা বা বিক্ষিপ্ত অপ প্রচারের কারণে তারা ভোটার হতে এগিয়ে আসছেন না। তিনি বলেন, সকল ব্যবসায়ী ভোটার কার্যক্রমে অন্তর্ভূক্ত হলে চূড়ান্ত ভোটার তালিকায় রুট বা ব্লক ভিত্তিক সিরিয়াল করা যাবে। কিন্তু তাদের আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। অবশিষ্ট ফরম জমা পড়লে আসন্ন ঈদুল আযহার পর জেনারেল কমিটির সাথে আলাপ আলোচনা করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে। এসময়ের মধ্যে ফরম সংগ্রহকারীদের কেউ জমা না দিলেও ভোটার তালিকা চূড়ান্তের কাজ পিছানো হবে না। উল্লেখ্য, দীর্ঘমেয়াদী পরিচালনা পরিষদ গঠন এবং ভোটারদের পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমান আহবায়ক কমিটি এ নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। উক্ত কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনের এ প্রাক কার্যক্রম চলছে। আরো উল্লেখ্য, বিগত দু’বছর আগে রামু-কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমল ঈদগাঁও মরিচ বাজারে আয়োজিত এক ব্যবসায়ী সমাবেশে প্রতি দল থেকে দু’জন করে প্রতিনিধি এবং প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে নেতৃস্থানীয় ব্যবসায়ীদেরকে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আহবায়ক কমিটি গঠনের দায়িত্ব দিয়েছিলেন। যা পরবর্তীতে কক্সবাজার সদর উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা কর্তৃক আহবায়ক কমিটি হিসেবে অনুমোদিত হয়ে এ পর্যন্ত ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আশয় দেখভাল করে আসছে। উক্ত কমিটিতে ৬ জন অব্যবসায়ী রাজনৈতিক নেতাসহ মুক্তিযোদ্ধা প্রতিনিধিও রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।