আবদুল মজিদ , চকরিয়া:
২০১৬ সালের ন্যায় এই বছরও চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ফাসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ফাঁসিয়াখালীর কৃতি সন্তান স্কাউটার নাছির উদ্দিন। গত ২৬জুলাই ২০১৭ ইং রোজ বুধবার চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন ক্লাস্টারের শ্রেষ্ঠ কাব শিক্ষকদের বাছাই প্রতিযোগিতায় তিনি এই কৃতিত্ব অর্জন করেন। কক্সবাজার জেলা পার্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ কাব শিক্ষক বাছাই প্রতিযোগিতায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখে ২য় স্থান অধিকার করেছেন। পাশা পাশি তার নেতৃত্বে দুটি কাব স্কাউট দল গত ১২ ফ্রেব্রুয়ারী থেকে ১৫ই ফ্রেব্রুয়ারী ২০১৭ইং তারিখে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরি এবং ২৫ থেকে ২৮ ফ্রেব্রুয়ারী ২০১৭ইং তারিখে অনুষ্ঠিত পঞ্চাম জেলা কাব ক্যাম্পুরিতে অংশ গ্রহণ করে সুনাম অর্জন করে সনদ ও পুরস্কৃৃত হন। তাঁর এই কৃতিত্বে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যায়ের ছাত্র/ছাতী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য সদস্যাবৃন্দ গর্বিত। এক বিবৃতিতে ফাঁসিয়াখালীবাসী তাঁর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেন। মাস্টার নাছির তাঁর সফলতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি এলাকাবাসী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে অঞ্চল এবং জাতীয় পর্যায়ের পরীক্ষা এবং ক্যাম্পুরিতে এই সফলতা ধরে রাখতে তিনি সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্যযে, মাস্টার নাছির উদ্দিনের কর্মরত শিক্ষা প্রতিষ্ঠান ফাসিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে চট্টগ্রাম অঞ্চল পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড’২০১৭ পরীক্ষায় ১৮জন কাব স্কাউট অংশ গ্রহণ করেছেন। বর্তমানে শাপলা কাব অ্যাওয়ার্ড’র ফলাফল প্রচারের অপেক্ষায় রয়েছে। এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’১৭ইং ফাসিয়াখালী সরকারী প্রাথমিক বিদালয়ের ছাত্রী ফাহাবিবা আলম রাইফু উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট কাব শিশু নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।