হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী গ্রামে খালের পানিতে ডুবে এক শিশু প্রাণ হারিয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাকিবুল হাসান বাবু (৭)। আর তার বাবা হলেন একই গ্রামের আবদুল গফুর।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, ‘শিশুটি আশারতলী খাল পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। প্রায় দুই ঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে রাকিবুলের মৃতদেহ দাফন করা হয়।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।