ফরিদ আলম দেওয়ান, মহেশখালী: 

মহেশখালীতে পৃথক সন্ত্রাসী হামলায় এক যুবক গুলিবিদ্ধসহ ৪জন আহত হয়েছে। পৃথক এক ঘটনায় হোয়ানকে কথিত রশিদ বাহিনীর সন্ত্রাসীরা অাপন ভাইয়ের ঘরে হামলা চালিয়ে নারী শিশুদের মারধর করে ঘরবাড়ীতে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকাল ও সন্ধ্যায় পৃথক ঘটনা দুটি ঘটেছে উপজেলার বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামে।
এলাকাবাসীরা জানান,গতকাল ২৭ অাগষ্ট বিকাল সাড়ে ০৩টায় বড়মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকার সোনা মিয়া প্রকাশ বদাইয়ার পুত্র ছৈয়দ কবির (২৬) এর উপর একই এলাকার এজাহার মিয়ার পুত্র খাইরুল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালায়। এতে ছৈয়দ কবির গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অপর দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পূঁইছড়া গ্রামে দুবছর পূর্বে ক্রস ফায়ারে নিহত ও মহেশখালী থানার এস আই পরেশ কারবারী হত্যার অাসামী কুখ্যাত সন্ত্রাসী মৃত অাবুল কালামের পুত্র মো: রশিদ প্রকাশ রশিদ বাহিনীর সদস্যদেরকে অপরাধ মুলক কাজে বাঁধা দেওয়ায়  তাদের  আপন ভাইকে হত্যার উদ্দ্যেশ্যে প্রকাশ্য বাজারে অস্ত্রের মহড়া চালিয়ে গুলি করে এবং অপন ভাইয়ের স্ত্রী ও ছেলে মেয়েদের মারধর করে বাড়ী থেকে বের করে দিয়ে ঘরবাড়ী অাগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
জ্বালিয়ে দেওয়া বাড়ীর মালিক হোয়ানকের পূঁইছড়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র ছৈয়দ মিয়া অভিযোগ করে জানান, তার অাপন ৪ ভাই ( নিহত রশিদ বাহিনীর রশিদসহ) আকতার হোছন,মকসুদ মিয়া ও নুর হোছন দীর্ঘ দিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। পুলিশের এস আই পরেশ কারবারী হত্যাসহ একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলার অাসামী। তাদের কারণে নিজেকেও বেশ কটি মামলার অাসামি হতে হয়েছে। সে নিজে অপরাধ জগৎ ত্যাগ করে ভাল হয়ে সৎ পথে এসে অপরাপর ভাইদের অপরাধ মুলক কাজে বাধা দেওয়ায় একসপ্তাহ ধরে তাকে বাড়ী ঘরে যেতে দিচ্ছে না। গতকাল তার বাড়ীতে হামলা করে স্ত্রী রেহেনা আক্তার ও দুই ছেলে মেয়েকে মারধর করে বাড়ী থেকে বের করে দিয়ে তার বাড়ীর সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে বাড়ীটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর প্রকাশ্যে হোয়ানক টাইম বাজারের পাশে তাকে পেয়ে হত্যার উদ্দ্যেশে গুলি করে। লোক জনের হস্তক্ষেপে সে প্রাণে রক্ষা পায়। এ ব্যাপারে তার স্ত্রী রেহেনা অাক্তার বাদী হয়ে গতকাল মহেশখালী থানায় অভিযোগ দিয়েছে। মহেশখালী থানার ওসি তদন্ত সফিকূল আলম চৌং জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।