প্রেস বিজ্ঞপ্তি:
বিকল্পধারা বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোহাম্মদ আলম।
সাধারণ সম্পাদক মাষ্টার তাজুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মহিবুল ইসলাম, সহ সভাপতি আরিফ প্রফেসর, জসিম উদ্দিন, বরকত উল্লাহ, সহ ধারারণ সম্পাদক শফিক আহমদ, তোয়াইসিং ও সাংগঠনিক সম্পাদক মো: ফেরদৌস প্রমুখ।
সভায় জেলা সভাপতি মোহাম্মদ আলম বলেন, বিকল্পধারা বাংলাদেশ সারা দেশের ন্যায় পর্যটন নগরি কক্সবাজারে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে এগিয়ে যেতে চায়। এলক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ি নয়। মাননীয় প্রধান বিচারপতিতে নিয়ে চলমান অপপ্রচার ও বিভ্রান্তি কাম্য নয়। সুতরাং অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।