খালেদ হোসেন টাপু,রামু :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে মায়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সহিংসতার প্রেক্ষিতে আলেম-ওলামা, বৌদ্ধ, হিন্দু, রাখাইন, খ্রিষ্টান সম্প্রদায়সহ, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশার মানুষ নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগষ্ট) রাত ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: শাহজাহান আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিকারুজ্জামান।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, রামুর হাজার বছরের সম্প্রীতির মেলবন্ধনের ঐতিহ্য রয়েছে। আগামীতেও যাতে এ সম্প্রীতি অটুট থাকে সে লক্ষ্যে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো: শাজাহান আলী বলেন, সীমান্তবর্তী রাখাইন প্রদেশে যে সহিসংতা হচ্ছে তা যাতে আমাদের দেশে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি যাতে উদ্ভুত পরিস্থিতির সুযোগে কেউ কোন গুজব ছড়াতে না পারে সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামু থানার ওসি লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী এলজিইডি জাকির হাসান, উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রামু উপজেলা আহবায়ক আনছারুল হক ভূট্টো, সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ, মাওলানা রিদুয়ানুল হক নূরী, আমিনুল হক, একরামুল হক, আবদুল হান্নান, আবদুস সালাম কুদসী, আবদুল খালেক, জয়নুল আবেদীন, মুহাম্মদ আবদুস সালাম, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, নুরুল হাকিম, অধ্যাপক নীলোৎপল বড়–য়া, কন্ঠশিল্পী সোনিয়া বড়–য়া প্রমুখ।
এদিকে একই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বৌদ্ধ-হিন্দু সম্প্রদায়দের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মো: শাজাহান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রামু উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, প্রজ্ঞানন্দ ভিক্ষু, রামু সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো: নোমান, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, মৈত্রী বিহারের সহসাধারণ সম্পাদক দুলাল বড়–য়া, উত্তর মিঠাছড়ি ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়–য়া, বৌদ্ধ নেতা টিটু বড়–য়া, সুমথ বড়–য়া, হিন্দু ধর্মীয় নেতা প্রকাশ সিকদার প্রমুখ।