সংবাদদাতা:
বাড়ী থেকে ডেকে নিয়ে উখিয়া কম্পাউন্ডের সামনে আবদুর রহমান (৫৪) মতিউর রহমান (৪০) নামে দুই সহোদরকে ব্যাপক মরধরে রক্তাক্ত জখম করেছে চিহ্নিত প্রভাবশালীরা। রবিবার (২৭ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উখিয়া থানার সামনের আলীর চটপটির দোকানে ঘটনাটি ঘটে। আহতরা রাজাপালং ৩ নং ওয়ার্ডের তেলখোলা এলাকার মৃত ছমিউদ্দিনের ছেলে। আবদুর রহমানকে মারাত্নক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় নুরুল আলম নামে এক প্রভাবশালী জমি সংক্রান্ত জরুরী কথা আছে বলে আবদুর রহমান ও মতিউর রহমানকে বাড়ী থেকে ডেকে আনে। তারা দুই ভাই আলীর চটপটির দোকানের সামনে পৌঁছার সাথে কোন কিছু বোঝার আগেই স্বশস্ত্র হামলা চালায় নুরুল আলম, শাহ আলম, শফিউল আলম, হেলাল উদ্দিনসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। তাদের বেপরোয়া হামলায় রক্তাক্ত জখম হন মতিউর রহমান। মাথা ফেটে যায় আবদুর রহমানের। লাঠিসোঠা ও বিভিন্ন অস্ত্রের আঘাতে পুরো শরীর থেথলে দেয়া হয় দুই সহোদরের। পুলিশ কম্পাউন্ডের সামনে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটলেও থানা পুলিশ নির্বিকার ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এলাকাবাসী জানিয়েছে, হামলাকারীরা প্রভাবশালী ও দখলবাজ। তাদের কারণে এলাকার নিরীহ মানুষ অসহায়। নির্যাতন চালালেও মুখ খোলতে পারেনা। ঘটনার প্রসঙ্গে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তারা অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।