প্রেস বিজ্ঞপ্তিঃ

আর্ন্তজাতিক ইসলামীক স্কলার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট সদস্য শহীদ আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী। হত্যার তিন (৩) বছর পূর্ণ হওয়ার পরেও হত্যাকারীদেরকে সনাক্ত পূর্বক বিচার কার্যক্রম না হওয়ার প্রতিবাদে গতকাল ২৭/০৮/২০১৭ইং বিকাল ৩:০০ টায় বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার যৌথব্যবস্থাপনায় জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক খাজা বাকী বিল্লাহ্র সঞ্চালনায় যুবসেনা জেলা সভাপতি হাফেজ মওলানা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুুজিব উল্লাহ, এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জননেতা এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ জননেতা সালাউদ্দিন খালেদ, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইসতিয়াক রেজা, বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি অধ্যক্ষ মওলানা শাহাদাত হোসেন আল কাদেরী, মওলানা দলিলুর রহমান, সাবেক ছাত্রসেনা সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ তারেক, যুবসেনা জেলা সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। এছাড়াও বিভিন্ন উপজেলা হতে আগত আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা অনতিবিলম্বে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জোর দাবি জানান।