বাংলা ট্রিবিউন

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে।এতে উভয়পক্ষের তিন কর্মী আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কমার্স ফ্যাকাল্টির সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান।

আহতরা হলেন ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ারুল আজিম শাহীন, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাঈনুদ্দিন সোহেল ও আদনান বাপ্পি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বাপ্পি ও শাহীন নামে দুই ছাত্রলীগ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহীনের অবস্থা আশঙ্কাজনক।’চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এক ছাত্রলীগ কর্মীশাহীন ও সোহেল মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বাপ্পি বর্তমান মেয়র মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

মহিউদ্দিন চৌধুরীর অনুসারী কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন অভিযোগ করেন, ‘আ জ ম নাছিরের অনুসারী আব্দুর রউফ নামে স্থানীয় এক যুবলীগের নেতাকর্মীরা কোনও কারণ ছাড়াই তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে তাদের দুই কর্মী আহত হয়েছেন।’

আ জ ম নাছির উদ্দিন অনুসারী কলেজ ছাত্রলীগ নেতা বোরহান বলেন, ‘তারা (মহিউদ্দিন চৌধুরী অনুসারি) দীর্ঘ দিন ধরে আমাদেরকে ক্যাম্পাসে কোনঠাসা করে রেখেছে। ক্যাম্পাসে আমাদেরকে কোনও কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আজ  কোনও কারণ ছাড়াই তারা আমাদের এক নেতার ওপর হামলা চালায়।’