মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. কালু (৪৪), মো. জাহাঙ্গীর আলম (২৯), মো. ইয়াছিন (২৪) ও মো. সেলিম (২৫)। এরা সবাই আজিজনগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ সুপারের তত্বাবধানে থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা রবিবার রাত ৩টার দিকে আজিজনগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেন। পুলিশের উপ-সহকারী পরিদর্শক মমতাজ আলী, মো. হাবিবুর রহমান, মো. মনোয়ার হোসেন, সুজন ভৌমিক অভিযানে অংশ নেয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।