মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌর বাজারে গুড়ো মসলা ও মরিচ ছেয়ে গেছে। কোরবানী ঈদকে সামনে রেখে ভেজাল মিশ্রিত এ সব খাদ্য সামগ্রী স্থানীয় বিভিন্ন দোকানে প্যাকেট করে বিক্রি করছে। ভেজালে ভরা বাজারের বিভিন্ন দোকানে হলুদে গুড়া,ধনিয়া গুড়া, মরিছের গুড়া ভেজাল বিরোধী অভিযান তেমন একটা না থাকায় কোরবানী ঈদের বাজারে এ সব খাদ্যদ্রব্য পণ্য সয়লাব হয়ে গেছে।
এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বিভিন্ন গুড়া মসলা, মরিচ, হলুদ ভেজাল মিশিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সব মসলায় বেশি ভাগই বিএসটিআই’র অনুমতি নেই। তবে সিল ছাপ দেখে বোঝার উপায় নেই। যদিও কম দামে এ সব মরিচ মসল্লা ক্রয় করছে ক্রেতারা কিন্তু এসব ভেজাল মসল্লা ও মরিচ খেয়ে অনেকেই পেটের পিড়াাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ জানান ভুক্তভোগিরা।
স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, চৌধুরীহাট বাজারে বিএসটিআই অনুমোদন বিহীন প্রায় ৮টি মসল্লা ফ্যাক্টরীতে ভেজাল মসল্লা মিশ্রিত করে বাজারে বিক্রি করছে। চৌধুরীহাট বাজারে অবস্থিত সুজিত সেন এর নিউ মা মিলিং এস.এস.ষ্টোর, এসকান্দরের ৩ টা, জলিলসহ বেশ কয়েকজন কাছে রয়েছে মসল্লার ফ্যাক্টরী। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন।
হাটহাজারীতে ভেজাল গুড়া মসলা ও মরিচ বাজার সয়লাব
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।