সিবিএন:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি দেখতে আসছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি কক্সবাজার ও বান্দরবানে মিয়ারমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবেন। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরে কক্সবাজার আসছেন বিজিবি’র ডিজি। এখান থেকে হেলিকপ্টারে করে তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তে যাবেন। সেখানে বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শন করবেন।

মিয়ানমারের আরাকান রাজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দলে দলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। সীমান্ত এলাকার লোকজন জানান, ওপাশে হাজার হাজার লোককে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্রমাগত গুলির শব্দও পাওয়া যাচ্ছে। তবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে না বলে দাবি করা হয়েছে বিজিবি’র পক্ষ থেকে।