নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা সদর হাসপাতালের গেইটের সামনে থেকে ৬ ক্যান বিয়ারসহ এক মদের এজেন্টকে আটক করেছে। শনিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার সদর পিএমখালী মহোসিনিয়া পাড়া এলাকার বাঁচা মিয়ার পুত্র নুরুল আজিম।
পুলিশ সুত্রে জানা যায়, একটি ভ্যানে করে ৬ক্যান বিয়ার হাসপাতালে সামনের সড়ক দিয়ে যাওয়ার পথে দুই জন গোয়েন্দা বাহিনীর সদস্য ওই ভ্যান চালককে তল্লাশি করলে বিয়ার বিয়ার হিসাবে প্রথমিকভাবে সনাক্ত হয়। পরে পুলিশকে খবর দিলে কক্সবাজার সদর মডেল থানার এসআই রিয়াদ ঘটনাস্থল থেকে ৬ ক্যান বিয়ারসহ ওই মদের এজেন্দার নুরুল আজিমকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।