হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের হ্নীলায় ভাইয়ের হামলায় ভাই আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২৬ আগষ্ট বিকাল ৩টার দিকে হ্নীলার রঙ্গিখালী ষ্টেশনের ছালেহ আহমদ মার্কেটে এ ঘটনা ঘটে। স্কুল পাড়া এলাকার মৃত মৌলভী আবুল হোসনের পুত্র ডেকোরেশন ব্যবসায়ী জয়নাল আবেদীনকে (৩৬) দোকানে এসে আপন ভাই রঙ্গিখালী চৌধুরীপাড়াস্থ পিকনিক পার্কের মালিক ইউসুফ, তার ছেলে রাসেল, সোহেল এবং অপর ভাই নাছির উদ্দিন হামলা করে। লোহার আঘাতে জয়নাল মাথায় আঘাত প্রাপ্ত হন। এসময় উপস্থিত লোকজনের সহায়তায় জয়নালকে উদ্ধার করে তাঁর স্ত্রী এবং ছেলে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ডেকোরেশন ব্যবসায়ী আহত জয়নালের স্ত্রী জানান, আমার ভাসুর ইউসুফের নেতৃত্বে আমার স্বামীর উপর হামলা করা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।