হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফ উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসাইনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

২৬ আগস্ট সকাল ১১টায় টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনাড়ম্বরভাবে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসারের সভাপতিত্বে সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ-দৌল্লাহর সঞ্চালনায় সভাটি অনুষ্টিত হয়। এতে টেকনাফ উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্টান প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসাইনকে সম্প্রতি টেকনাফ থেকে ফটিকছড়ি উপজেলায় বদলী করা হয়েছে। তদস্থলে অন্য কোন অফিসার পোস্টিং দেয়া হয়নি। একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।