জাহাঙ্গীর আলম,টেকনাফ :
বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে আবারো মিয়ানমার আরকান রাজ্যেরে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতেছে। ২৬ আগষ্ট সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন তুলাতলীর পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে বলে জানা যায়।মিয়ানমার আরকান রাজ্য মিয়ানমার সীমান্তরক্ষীবাহিনীর সাথে রোহিঙ্গাদের সংগঠন আল-ইয়াকিন এর মধ্যে ব্যাপক সংঘর্ষর ফলে সাধারণ রোহিঙ্গারা হতাহতের স্বীকার হচ্ছে।পালিয়ে আসা মিয়ানমারে কুমিরখালী গ্রামের এক নারী দিল জোহরা(৪০) বলেন,আমাদের আত্মীয়স্বজনদের ও মেয়েদেরকে মিয়ানমার সেনাবাহীনি বাড়ি এসে ধরে নিয়ে যাচ্ছে ও মেয়েদের উপর নির্যাতন চালাচ্ছে তাই আমরা নিজেদের প্রান বাচাঁতে এই দেশে পালিয়ে আসতেছি।কুমিরখালী গ্রামের পালিয়ে আসা আরেক রোহিঙ্গা আব্দু সালাম(৫০)বলেন,আমার ছেলে সহ অন্যন্যা আত্মীয় দের কে সেনাবাহিনী সদস্যরা গ্রামে প্রবেশ করে এলোপাতারী গুলি বর্ষন করে যাচ্ছে এবং ছেলে ,মেয়েদের ধরে নিয়ে কেটে পেলে দিচ্ছে তাই কোন উপায় না দেখে সব কিছু ছেড়ে পালিয়ে এসেছি।পালিয়ে আসার রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগ নারী,শিশু।
এদিকে বাংলাদেশ সীমান্তে বিজিবির কড়োর নজরধারী তাকলেও বিজিবিকে পাকিয়ে দিয়ে নিজেদের প্রাণ বাচাতে গভীর রাতে পাহাড়,নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ডুকে পড়ছে।