সিবিএন:
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের গত ২৪ ঘন্টার (২৬ আগষ্ট পর্যন্ত) অভিযানে সাজা প্রাপ্ত, চুরি-ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলার পলাতক ১৭ জন আসামীকে গ্রেফতার হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর কামরুল আজম, ইন্সপেক্টর মাঈন উদ্দিন, এসআই দীপক কুমার সিংহ, এসআই শফিকুল ইসলাম, এসআই মোঃ খালেদ, এএসআই রাজীব বৈরাগী, এএসআই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার আসামীরা হলো- শহরের ঘোনার পাড়া এলাকার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল হুদা (৩৫), খরুলিয়া মকবুল সওদাগর পাড়ার রশিদ আহম্মদের ছেলে জহিরুল ইসলাম (৪২), পূর্ব মোক্তারকুল থেকে মৃত মনির আহম্মদ এর ছেলে অলি আহম্মদ (৩২), খরুলিয়ার শামশুল ইসলামের ছেলে হালিমুর রশিদ (৩১), তারাবনিয়ারছড়ার মোহাম্মদ সোনা আলীর ছেলে মোহাম্মদ রুবেল (২০), পিএমখালী মাঝেরপাড়ার মৃত হাজী ধলু মিয়ার ছেলে বেদার মিয়া (৪৫) ও মৃত গোলাম বাড়ীর ছেলে নুর মোহাম্মদ (৪৫), খুরুশকুলের ডেইল পাড়ার মুক্তার আহমদের ছেলে ফরিদ আহমদ (৪৫), আবদুল হাশিমের ছেলে মুক্তার আহম্মদ (৬৫), মুক্তার আহমদের ছেলে মোঃ আমিন (৩০), মোস্তাক (৩৫), ওবাইদুল্লাহ প্রকাশ ধলু মিয়ার ছেলে রশিদ মিয়া (৪০), মোঃ নুরুল (৩৫), মফিজ প্রকাশ মুদি মিয়া (৩৫), মুহুরী পাড়ার মকবুল আহমদের ছেলে শাহাজাহান (৩৪), পূর্ব ঘোনার পাড়া রকিবুল ইসলামের ছেলে শহীদ উল্লাহ (৩৬), ঈদঁগাও তেলিপাড়ার রমজান আলীর ছেলে উজির আলী (৩৫), ঈদঁগাও জালালাবাদের হারুন অর রশিদ এর ছেলে ইমাম হোসেন (১৮)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া সিবিএনকে জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। থানা এলাকায় বিভিন্ন স্থানে মাদক নির্মুল এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার ও চুরি/ছিনতাই রোধকল্পে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।