সংবাদদাতা:
কক্সবাজার সরকারী কলেজের সাবেক প্রধান সহকারী শহরের গোদারপাড়া নিবাসী আলহাজ্ব মসউদুল হক (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি —— রাজিউন।
আজ (২৬ আগষ্ট) সকাল পৌনে ১০টার দিকে ফুয়াদ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে মারা যান।
মসউদুল হক কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মওলানা মাহমুদুল হকের বড় ভাই, উত্তর রুমালিয়ার ছরা হজরত ওসমান (রঃ) জামে মসজিদের সভাপতি, হাশেমিয়া মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, আলিরজাহাল বালিকা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্টানের জড়িত ছিলেন।
তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষক মরহুম মওলানা ফজলুর রহমানের পুত্র।
মৃত্যূকালে মসউদুল হকের ৩ পুত্র ও ৫ কণ্যা সন্তান ছিল।
মরহুমের নামাজে জানাজা রবিবার (২৭আগষ্ট) বাদে জুহর কক্সবাজার হাশেমিয়া আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।