প্রেস বিজ্ঞপ্তি : 

কক্সবাজারের কৃতী সন্তান, রামু সমিতি,ঢাকার উপদেষ্টা ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত সচিব হেলালুদ্দিন আহমেদকে  সংবর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ রামু সমিতি। সংবর্ধনা অনুষ্টানের পাশাপাশি ঢাকাস্থ রামু তথা কক্সবাজারবাসীর ঈদ পুনর্মিলনীর আয়োজন ও করা হয়েছে আগামি ১৫ সেপ্টেম্বর।  গত ২৫ আগস্ট  অনুষ্টিত রামু সমিতির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হবে আগামি ১৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিয়াম মিলনায়তনে। উক্ত অনুষ্টানে কক্সবাজার তথা দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

রামু সমিতি কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল মোমেন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুজন শর্মা, সহ-সভাপতি নাজিম উদ্দিন ফরহাদ, সাইমুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, আন্তর্জাতিক সম্পাদক ইয়াসির আরাফাত, নির্বাহী সদস্য আতিকুল্লাহ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন ব্যস্ত ঢাকা শহরের কোলাহল ছেড়ে ক্ষণিকের আড্ডায় রামু তথা কক্সবাজারবাসী একত্রিত হবেন ১৫ সেপ্টেম্বর অপরাহ্নে।