মোঃ আকতার হোছাইন কুতুবী ॥
বাংলাদেশের সর্বেদক্ষিণে বঙ্গোসাগরের তটরেখায় অবস্থিত সুন্দরের রানী খ্যাত কক্সবাজার জেলা। পর্যটন নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর এবং পর্যটন রাজধানীতে সারাবিশে^ পরিচিতি লাভ করার জন্য মেধা, সেবা সবকিছু অনবরত দিয়ে যাচ্ছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এক সময়ের তুখোড় আইনজীবী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম এডঃ ফজলুল করিমের তৃতীয় সন্তান সরকার অনুমোদিত স্যাফায়ার ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুরিজম এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত মেসার্স আলমগীর মৎস্য প্রকল্প ও খামারের স্বত্ত্বাধিকারী, রাষ্ট্রীয় ম্যাগাজিন জাতির আলোর চট্টগ্রাম কক্সবাজারের অফিস প্রধান মোঃ আলমগীর। তিনি গত ২৪ আগস্ট’১৭ইং দেশ-বিদেশী পর্যটকদের সুবিধার্থে ও আগত পর্যটকদের দর্শনীয় স্থান এবং অপরূপ সকল উপাদানের সাজানো পূরণ প্রকৃতির মনোমুগ্ধকর সুভা দর্শনে হৃদয়ের কাংখিত বাসনা পূরণ করার জন্য নব সূচনায় আরেকটি মাত্রা যোগ করেছেন। সারা পৃথিবীর ভ্রমণশীল দেশ-বিদেশী পযটকদের সম্মুখে কক্সবাজারে আকর্ষনীয় স্থান, আবাসন সুবিধা, যাতায়াত ব্যবস্থা (আকাশ, স্থল ও জলপথ), সুস্বাদু উপাদেয় খাবারের ব্যবস্থা, বিনোদনের সুযোগ-সুবিধা, প্রশিক্ষিত গাইড সার্ভিস, নিরাপদ ভ্রমণ নিশ্চয়তাকরণ ইত্যাদি প্রচার ও প্রচারনার মাধ্যমে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপদে দর্শনীয় স্থান সমূহ ভ্রমন করার জন্য হাতছানি দিয়ে ডাকছেন অন্যতম ট্যুরিজম “স্যাফায়ার” গতকাল এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে নতুন মাত্রায় পথচলা শুরু করেছে “স্যাফায়ার”। মহান আল্লাহর পবিত্র কোরআন শরিফের খতমের কোরআনের মধ্য দিয়ে “স্যাফায়ারের” উত্তরোত্তর সমৃদ্ধি ও বিকশিত এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণের আশা আকাঙ্খা নিয়ে পথচলা শুরু করেছেন বহু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। শুরুতে পবিত্র খতমের কোরআনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন পর্যটনবান্ধব অন্যতম ট্যুরিজমের কর্ণধার মোঃ আলমগীর। এসময় হঠাৎ উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের শোকাহত ভালোবাসায় ¯িœগ্ধ করেন তার সহধর্মিনী, নারী নেতৃত্বের অগ্নিমশাল, কক্সবাজারের অন্যতম হোটেল কল্লোল লিঃ এর নির্বাহী পরিচালক জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের একটি বাড়ি, একটি খামারের স্বপ্ন বাস্তবায়নের রাজপথের লড়াকু নেত্রী সফল উদ্যোক্তা (রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত) কক্সবাজারের খুরুশকুলে গড়ে উঠা মেসার্স আলমগীর মৎস্য প্রকল্প ও খামারের বাস্তবায়নকারী নির্লোভ নেত্রী হাসিনা আক্তার রিটা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আকাশ পথে উড়ন্ত পথিকদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নভোয়ার, এয়ারওয়েজ, ইউএস বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানের ঢাকা ও কক্সবাজারের সম্মানিত কর্মকর্তা ও অতিথিবৃন্দ। এসময় অতিথিদের ফুলে ফুলে ভালোবাসায় সিক্ত করেন “স্যাফায়ার” এর কর্মকর্তা কাজল শর্মা, শহিদুল ইসলাম, সোহাগ ও মিস টুম্পা। এ সময় হঠাৎ ছুটে আসেন লাল গোলাপের ভালোবাসায় সিক্ত করতে জাতীয় ম্যাগাজিন জনতা কন্ঠের কক্সবাজার অফিস প্রধান, জাতীয় দৈনিক এশিয়াবাণী জেলা প্রতিনিধি মোঃ আবু সায়েম ও রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত নারী উদ্যোক্তা, শাওন পোল্ট্রি ফার্মের কর্ণধার নয়ন সেলিনা এবং সংবাদকর্মী সাইদুল ইসলামসহ অসংখ্য পর্যটন প্রেমী আমন্ত্রিত ভক্তরা।
পর্যটকদের সেবায় কক্সবাজারে নতুনমাত্রায় “স্যাফায়ার” ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুরিজম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে