বার্তা পরিবেশক :
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার অাবু অাহমেদ পার্বত্য বান্দরবান জেলার শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত জেলা যাচাই-বাছাই কমিটি বিগত বছর গুলোর পিএসসিতে সবচেয়ে ভালো রেজাল্ট, অান্তঃপ্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহন ও উন্নীত, শিক্ষার গুণগত মনোন্নয়নসহ সার্বিক বিষয়ে আমূল পরিবর্তন উপর ভিত্তি করে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জেলা শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে ঘোষনা করেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়া উপস্থিত শিক্ষকেরা জানান, শিক্ষা অফিসার হিসেবে আবু আহমেদ স্যার একমাত্র যোগ্য। কারণ তিনি নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর থেকে তাঁর মেধা যোগ্যতা দিয়ে আমূল পরিবর্তন এনেছে শিক্ষাঙ্গনে। তাই এই প্রাপ্তি তাঁরই একমাত্র প্রাপ্ত ছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।