কুতুবদিয়া প্রতিনিধি :
গভীর সাগরে মাছ ধরা অবস্থায় কুতুবদিয়ার একটি ফিশিং বোট ডাকাতির শিকার হয়েছে। ডাকাতদের গুলিতে আহত হয়েছেন ৩ মাঝি-মাল্লা। শুক্রবার রাতে তারা কুলে ফিরে এলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ১ টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে জানা গেছে।
বোটের মালিক ফরিদুল আলম ও জেলেরা জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে সাগরে মাছ ধরা অবস্থায় সোনার চর নামক স্থানে দু‘টি ফিশিং বোট যোগে ৫০/৬০ জনের একটি ডাকাত দল তাদের সায়েম সিকদার নামের বোটের উপর চড়াও হয়। এসময় ডাকাতেরা এলাপাতাড়ি গুলি করতে থাকে। গুলিতে বোটের মাঝি আলী আকবর ডেইল জেলে পাড়ার সাধন জলদাশ (৪০), তাবালেরচর গ্রামের জামাল উদ্দিন(২৮) ও আলী আকবর ডেইলের জসীম উদ্দিন (৩০) আহত হন। মাঝি-মাল্লাদের মারধর করে জাল, মাছ, ডিজেল, সরঞ্জাম সহ প্রায় ৫ লক্ষ টাকার মারামাল নিয়ে সটকে পড়ে। পরে ডাকাতির শিকার বোটটি দীর্ঘ ১৬ ঘন্টা চালিয়ে শুক্রবার (২৫ আগষ্ট) রাত ৯টার দিকে আলী আকবর ডেইল জেটিঘাটে নামেন তারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।