তাকওয়া ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ সমাজ বিনির্মাণে নেতা-কর্মীদের আত্মনিয়োগ করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার উদ্যোগ্যে বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক ও আলোচকবৃন্দ বলেছেন, ইসলামী আকীদা, সভ্যতা, কৃষ্টি উত্তরাধিকার ঐতিহ্যের ধারা পরম্পরায় কর্মীদের চরিত্র গঠন করতে হবে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে। ইসলামী নেজাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোন বাঁধা-বিপত্তি ও চক্রান্ত মোকাবিলার মত যোগ্য সৈনিকরূপে এ সংগঠনের নেতা-কর্মীদের গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তাকওয়া ও যোগ্যতার সমন্বয়ে ইসলামী আদর্শের আলোকে সু-নাগরিক ও সমাজ বিনির্মাণে নেতা-কর্মীদের আত্মনিয়োগ করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ‘ইসলামী ছাত্রসমাজ’র রোডম্যাপ হযরাত সাহাবায়েকেরাম থেকেই সূচিত। সাহাবায়েকেরাম, ইমামে আযম (রহ.) ও মুজাদ্দেদে আলফে আওয়াল হযরত ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) এর চেতনাই এ সংগঠনের আলোকবর্তিকা। আকাবীরে দেওবন্দ তথা বিশ্ব সমাদৃত ওলামা-মশায়েখই এ ঈমানী কাফেলার প্রতিষ্ঠাতা। যার কর্মস্পৃহা লক্ষ্য-উদ্দেশ্যের মূলই হলো কুরআন-সুন্নাহর নির্যাসের চালিকা শক্তির রূপায়ন।

জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্ব ও পরিচালনায় ২৫ আগস্ট, জুমাবার বাছাইকৃত কর্মীদের এ প্রশিক্ষণ কোর্সে বিষয়ভিত্তিক আলোচনা করেন ও প্রশিক্ষণ দেন, কক্সবাজার জেলা নেজাম ইসলাম পার্টির সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, কক্সবাজার শহীদ তিতুমীর ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার শফিকুল হক, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী ও মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাবেক কেন্দ্রীয় প্রচার সচিব এস. মোহাম্মদ হোসেন, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (সৌদিআরব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আমানুল হক আমান, কক্সবাজার শহর নেজামে ইসলাম পার্টির সভাপতি ও জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা নুরুল হক চকোরী।

জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সের শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াত করেন, ঝিলংজা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মজিদ। ইসলামী হাম্দ পরিবেশন করেন চাকমারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ। প্রশিক্ষণোত্তর আলোচনায় অংশ নেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, চকরিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা, সদর উপজেলা সদস্য সচিব সাইফুর রহমান, কক্সবাজার শহর যুগ্মসমন্বয়কারী মুহাম্মদ আলিম উদ্দিন, উখিয়া উপজেলা প্রতিনিধি রমজান আলী, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি আতাউল্লাহ, আবছার উদ্দীন, রাজারকুল ইউনিয়ন সভাপতি আবদুল করিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, খুনিয়া পালং ইউনিয়ন সহ-সভাপতি সাঈদ হোছাইন, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, খুরুস্কুল ইউনিয়ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ঝিলংজা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবদুর রাজ্জাক, গর্জনিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ সিরাজুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহ্বায়ক মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমূখ।