প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের আওতাধীন জালালাবাদ ইউনিয়নের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাসান তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট বিকাল ৪টায় ঈদগাহ হাইস্কুল গেইট থেকে শুরু হয়ে বাজারের অলিগলি প্রদক্ষিণ করে রাজপরী শপিং মল সংলগ্ন ডিসি সড়কে উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমদাদুল হক কাদেরীর সভাপতিত্বে উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার ডিপো, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক সাগর যুবনেতা জয়নাল আবেদীন, সদর উপজেলা যুবলীগের সদস্য ও পোকখালী ইউনিয়নের যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন, ঈদগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম রনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনজুর আলম, নুরুল আবছার, সহ-সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, শফিকুল ইসলাম জনি, হারুনর রশিদ, পোকখালী যুবলীগের আহবায়ক আনম আমজাদ হোসেন, চৌফলদন্ডী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত, ইসলামপুরের যুবনেতা ওসমান আলী মোর্শেদ, আবছার কামাল শাহীন, জালালাবাদ শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাজ্জাদুল করিম, আবদুর রহিম, দিদারুল ইসলাম, সোহেল, জসিম উদ্দীন, ছৈয়দ নুর, শাহজাহান, রাসেল, নুরুল হক, নুরুল আমিন, সাদ্দাম, জাহাঙ্গীর আলম, পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমসহ ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা যুবলীগ সভাপতি হাসান তারেকের উপর হামলাকারী চিহ্নিত দূর্বৃত্তদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।